চট্টগ্রামসংগঠন সংবাদ

উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় দারুল হিকমাহ সুন্নী মাদ্রাসায় বই বিতরণ উৎসব ও সালাতু সালাম

উত্তর হালিশহর, ২৬নং ওয়ার্ড, চৌধুরী পাড়ায় দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় বই বিতরণ উৎসব ও সালাতু সালামমাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দারুল হিকমাহ সুন্নী মাদরাসা কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও বই বিতরণ করেন হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ। প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি রেজাউল কাউসার ও হাফেজ জামসেদ আলমের তত্বাবধানে নির্মিত দারুল হিকমাহ সুন্নী মাদরাসা বই বিতরণ উৎসব ও সালাতু সালাম মাহফিলেআল্লামা দেলোয়ার আহসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ।উক্ত মাদরাসার শিক্ষক সহ বিশেষ মেহমান হিসাবে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফায়সাল রেজা, মুফতি আবদুল্লাহ, আলেমা নিগার সুলতানা, আফিয়া মুবাশশিরা, তানিয়া আক্তার প্রমুখ।প্লে থেকে পঞ্চম শ্রেণী, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ ও ফোরকানিয়া বিভাগ নিয়ে গঠিত এ মাদরাসায় আবাসিক-অনাবাসিক ও ডে কেয়ার এর ব্যবস্থা আছে।উক্ত উদ্বোধনী ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি আল্লামা আরেফ সারতাজ বলেন, সমাজে সুবিধা বঞ্চিত শিশুসহ সব শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত দারুল হিকমাহ সুন্নী মাদরাসা পরিচালক ও কমিটির প্রশংসা করেন এবং দারুল হিকমাহ সুন্নী মাদরাসা থেকে শিক্ষার্থী প্রকৃত ইসলাম ও মানবতার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। বক্তারা বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদীদের উৎখাতের লক্ষ্যে আল্লাহতায়ালার নূর ও রহমত সংযোগ ও কবুলিয়তের উৎস ঈমান ও অস্তিত্বের মূল, সর্বজ্ঞান-সর্বগুন-সর্বকল্যানের মূলকেন্দ্র প্রিয়নবীর শুভাগমনের লক্ষ্য বাস্তবায়নে এবং প্রদত্ত আলোকধারায় জীবন ও জগত গড়ে তোলার সাধনায় প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার উৎস হিসাবে দারুল হিকমাহ সুন্নী মাদরাসার প্রতিটি ছাত্র ছাত্রী সব মানুষের কল্যাণ ও মানবতার জন্য নিবেদিত হয়ে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন।প্রেমময় বরকতময় সালাতু সালামের মাধ্যমে দারুল হিকমাহ সুন্নী মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন ও বই বিতরণ উৎসব সুসম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button