বিনোদন

নায়কের বাবার চরিত্রে কবে দেখা যাবে, উত্তরে যা বললেন শাহরুখ

আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তির আগে থেকেই অনুরাগীদের সঙ্গে শাহরুখ খানের যোগাযোগের একমাত্র মাধ্যম টুইটার। শনিবার ফের টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনে ধরা দিলেন তিনি। হালকা মেজাজে খোলামেলা আড্ডায় মাতলেন অনুরাগীদের সঙ্গে। প্রশ্নের উত্তর দিলেন তাদের।

সেখানেই একজন টুইটার ব্যবহারকারী শাহরুখ খানকে উপদেশ দেন বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করার। পাল্টা জবাব দেন শাহরুখও। বলেন, তিনি হিরো ছিলেন, আছেন, থাকবেন।

অনুরাগীরা যেমন রয়েছেন, তেমনই ট্রোল করার লোকের সংখ্যাও কম নয় শাহরুখের। এই অভিনেতাকে একজন প্রশ্ন করেন, ‘আপনি কি এভাবেই হিরোর চরিত্রেই অভিনয় করবেন, না কি কোনো দিন নায়ক-নায়িকার বাবার চরিত্র করার পরিকল্পনাও রয়েছে?’

তাতে শাহরুখ যা জবাব দিয়েছেন, তা ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তিনি লেখেন, আপনে বাবা হন…আমি হিরোর চরিত্রেই ঠিক আছি।

এছাড়া শনিবারের ‘আস্ক এসআরকে’ সেশনে শাহরুখের কাছে জানতে চাওয়া হয় ‘পাঠান’-এর মোট আয়ের পরিসংখ্যান। তাকেও ফেরাননি শাহরুখ। উত্তর দিয়ে লেখেন, ‘ভালোবাসা ৫ হাজার কোটি ছাড়িয়ে গেছে। ৩ হাজার কোটি প্রশংসা, ৩২৫০ কোটি হাগ, ২০০০ কোটি হাসি এখনও গণনা চলছে। তোমার অ্যাকাউন্ট্যান্ট কী বলছে?’

এদিকে ভারতে ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার পথে ছুটছে শাহরুখ খানের সিনেমা পাঠান। গত ১০ দিনে সাড়ে ৩৬৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে এই তথ্য দিয়েছেন।

শনিবারে টুইটে তারান জানিয়েছেন, শুক্রবারও সাড়ে ১৩ কোটি ডলার আয় করেছে পাঠান। দ্বিতীয় সপ্তাহেই ৪০০ কোটি রুপির মাইলফলকে ছুঁতে পারে শাহরুখের এই অ্যাকশন সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button