চট্টগ্রামসংগঠন সংবাদ

বিশ্ব সুন্নী আন্দোলন হালিশহর থানা শাখার উদ্যোগে বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস পালন

ইরানে ইসলামী বিপ্লবের ছদ্মনামে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিবস ১১ ই ফেব্রুয়ারি বিশ্ব সুন্নী আন্দোলনের ঘোষিত বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে গত শনিবার সংগঠনের চট্টগ্রাম হালিশহর থানা শাখায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আজিজ মাবরুর এর সভাপতিত্বে ও ফাহমিদা আরওয়া জুলি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরিফ আল আহসান, নজিবুল কবির রাহগির। এতে বক্তব্য রাখেন আমির হোসেন, আশরাফ জুয়েল, আল্লামা দেলোয়ার আহসান, মঈনউদ্দিন (মনি), হাফেজ জামসেদ আলম, হুসনে আরা বেগম (কুসুম), শাহানা আক্তার পারুল, ফাহমিদা ইফতেখার (লুবনা) ইঞ্জিনিয়ার হাজেরা আকতার মাহি প্রমুখ। ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ সহ ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহন করেন। আল্লামা ইমাম হায়াতের দেয়া দিক নির্দেশনায় বাতিল শিয়াবাদি প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসলাম ধ্বংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্রের রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা। ১৯৩২ এর ২৩ শে সেপ্টেম্বর কেবলাভূমি আল আরবকে সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র “সৌদি আরব” ঘোষণা যেমন ইসলাম বিরোধী তেমনি ১৯৭৯ এর ১১ ই ফেব্রুয়ারী ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা ও ইসলাম নয়- ইসলামের নামে এক ধ্বংসাত্মক ধোকা। ইমাম হায়াতের দিশা অনুযায়ী বক্তারা বলেন, তাওহীদ রেসালাতের বন্ধন ও ঈমানী অস্তিত্বের প্রাণ পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খেলাফ হয়ে এবং অভিশপ্ত কাফের এজিদকে মুসলিম গন্য করে খারেজী-সালাফি-ওয়াবি বাতিল ফেরকা যেমন দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতে পরিণত হয়েছে, তেমনি প্রাণপ্রিয় আহলে বায়েতের পবিত্র নামে ধোকা দিয়ে তাঁদের তথা ইসলামের আকিদা আদর্শ ও খেলাফতের ধারা বিকৃত করে বিপরীত মতবাদ ও মহান শাহাদাতে কারবালার বিপরীত মুলুকিয়ত কায়েমের মাধ্যমে শিয়াবাদও তাঁদের আদর্শের দুষমন এবং প্রমানিত বাতিল। ইসলামের রাজনৈতিক নীতি ও দিকদর্শন উল্লেখ করে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা সব সৃষ্টির রব রাব্বুল আলামিন এবং প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সৃষ্টির জন্য রহমত রাহমাতাল্লিল আলামিন হিসেবে ইসলামের সর্বকালীন বিশ্বজনীন রাজনৈতিক রূপরেখা একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত। বক্তারা বলেন, একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সত্যদ্রোহী ও মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি অপরাজনীতির ধ্বংসযজ্ঞ থেকে ধর্ম-জীবন ও মানবতা এবং সমগ্র মানবমন্ডলীকে রক্ষায় সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া জন্য আল্লামা ইমাম হায়াতের দিশায় সত্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আবেদন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button