শীর্ষ নিউজসংগঠন সংবাদ

সুপ্রিমকোর্টে ফের আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ধাক্কাধাক্কির পর দুদলের সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থানে আছেন। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষ একে অপরের উদ্দেশে নানা ধরনের স্লোগান দিচ্ছিল।

বুধবার সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিনে দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশ এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়। এ ঘটনায় দিনের বেশিরভাগ সময়ই ভোট বন্ধ থাকে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের নির্বাচনের ভোট আজ সকাল ১০টার পর থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটকেন্দ্রে দুই দলের আইনজীবীরা এসে জড়ো হন।

দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা জোরে জোরে স্লোগান দিতে থাকেন। অন্য পক্ষ আবার তার উত্তর দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশও মাঝে দাঁড়িয়ে সতর্ক অবস্থায় থাকে। তবে এ সময় ভোটগ্রহণ চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button