খেলা

বাংলাদেশের পক্ষে ৪০০ রান অসম্ভব নয়

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রেকর্ড ভাঙার খেলায় মেতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই ৩৩৮ রান করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৩৪৯ রান। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রান করাও সম্ভব।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

আজকের ম্যাচে প্রথমে ব্যাট করলে ৪০০ রান করা সম্ভব! ডোনাল্ড বলেন, ‘এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’

কীভাবে ৪০০ রান করা সম্ভব, সেই পথটাও দেখিয়ে দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দু’জন ৯০ রান করে আউট হয়েছেন। পরের ম্যাচে দু’জন ৭০ করেছেন। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’

সিলেটের উইকেট মনে ধরেছে বোলিং কোচের। এই উইকেটের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উইকেটগুলোর দারুণ মিল খুঁজে পান ডোনাল্ড। তিনি বলেন, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। শট খেলার জন্য আদর্শ উইকেট। এখানে উইকেটে সেট হয়ে গেলে বড় ইনিংস খেলা উচিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button