চট্টগ্রামসংগঠন সংবাদ

বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের পাশে গ্রামীণফোন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)’র সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের বন্যা কবলিত অঞ্চলে ১০ হাজার পরিবারের হাতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দেবে গ্রামীণফোন। পাশাপাশি, পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপনে সহায়তা করবে গ্রামীণফোন।

সম্প্রতি (১৩ আগস্ট) বিডিআরসিএস ও গ্রামীণফোন যৌথভাবে এ ত্রাণ বিতরণ শুরু করেছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাত বলেন, “চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন অগণিত মানুষ। প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসের কারণে মানুষ নিরাপদ খাবার ও সুপেয় পানির সঙ্কটে রয়েছেন। বন্যাকবলিত অঞ্চল সমূহে নেটওয়ার্ক সুবিধা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ সেবা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মীবৃন্দ। সেই সাথে, দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের প্রয়োজনে যেকোনো সময় সহযোগিতার হাত বাড়াতে অঙ্গীকারবদ্ধ গ্রামীণফোন।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএসসেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম বলেন,“ বন্যার ফলে চট্টগ্রাম অঞ্চলের মানুষ এক অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বন্যার কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলেমানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে। আবারও আমরা গ্রামীণফোনের সাথে একাত্মতা প্রকাশের মাধ্যমে এ পরিস্থিতিতে প্রান্তিক মানুষ ও কমিউনিটির পাশে দাঁড়াতে পেরেছি।”

উল্লেখ্য, ইতোপূর্বে ২০২২ সালে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা মোকাবেলায় ১৫ হাজার পরিবারের কাছে খাদ্য ত্রাণ সুবিধা পৌঁছে দেয় গ্রামীণফোন। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে জনসাধারণের স্বাস্থ্যসেবায় চারটি মেডিকেল ক্যাম্পও স্থাপন করে প্রতিষ্ঠানটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button