আঞ্চলিকশীর্ষ নিউজসংগঠন সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে ইয়ুথনেট ক্লাইমেট ফর জাস্টিস

বান্দরবানে ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ক্লাইমেট ফর জাস্টিস।

বান্দরবানের বালাঘাটা, ইসলামপুর, এবং কবিরাজ পাড়া এলাকায় বন্যায় আক্রান্ত সাধারণ মানুষদের মাঝে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলো বিতরণ করেছে তারা।

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথনেটের সমন্বয়কারী , কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট জিমরান মোঃ সায়েক, ইয়ুথনেট বান্দরবান জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসাইন এবং অন্যান্য কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণে শৃংখলা নিশ্চিত করতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবানের সেনা জোনের সদস্যরা।

তারা খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সংকটকালীন সময়ে মহিলাদের স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে ক্যাম্পেইন চালান এবং পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।

এসময় তারা বান্দরবানের বালাঘাটা ভরাখালীর, ইসলামপুর, কবিরাজ পাড়া এলাকার প্লাবিত অঞ্চলের নারীদের মাঝে এই সচেনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button