চট্টগ্রামশীর্ষ নিউজ

রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মাস্টার ওমর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
শনিবার (২৬ আগস্ট) ভোররাত ৪টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা ওমর চৌধুরী ইন্তেকাল করেন। ৪ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ওমর চৌধুরীর স্ত্রী ও অসংখ্য ছাত্র শুভাকাঙক্ষী রেখে যায়। এর আগে তার এক ছেলে সন্তানের অকাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার আগে উপজেলার মুক্তিযুদ্ধা কম্যান্ডার খায়রুল বশর ও উপজেলা ভূমি সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন, এই সময় জেলা ও উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আত্মীয়-স্বজন মরহুমের জানাজায় শরিক হয়। শেষে পারিবারিক গোরস্থানের মধ্যে দাফন করা।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী বীর মুক্তিযোদ্ধা ওমর চৌধুরী জনহিতকর কাজে নিজেকে ব্যাপৃত নিয়োজিত রেখেছিলেন এবং তিনি শিক্ষক হিসেবে সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন। তিনি প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম ওবায়দুর রহমান চৌধুরীর জৈষ্ঠ্য সন্তান এবং ১৯৯৬ ও ২০০১ সালে (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম এম. সাদেক চৌধুরীর বড় ভাই। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরফভাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button