খেলা

ড্রেসিংরুমের পরিবেশ ভালো হলে পারফরম্যান্স ভালো হয় : রোহিত

 

অস্ট্রেলিয়া, পাকিস্তান থেকে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের লিগ পর্বে একের পর এক শক্তিশালী দলকে হেলায় হারিয়েছে ভারত। রাউন্ড রবিন লিগের নয় ম্যাচের সবকটিতে জিতে এবার ভারতের লক্ষ্য সেমিফাইনাল। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের সেই নিউজিল্যান্ড দল। যাদের কাছে চার বছর আগের বিশ্বকাপের সেমিতে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তবে পুরনো সেই দুঃস্মৃতি মনে রাখতে চান না রোহিত শর্মা। ২০১১ বিশ্বকাপকে অনুপ্রেরণা মানছেন ভারতীয় অধিনায়ক।

২০০৩ বিশ্বকাপে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ফাইনাল পর্যন্ত গিয়েছিল ভারত। সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেলেও এর আগে টানা ৮ ম্যাচ জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। কিন্তু এবার কোন ছকে পরপর ৯ ম্যাচ জিতলেন? জবাবে রোহিত বলছেন, ‘আমাদের দলের প্রত্যেকে পরস্পরের সঙ্গ উপভোগ করছি। এমনকি মাঠেও হালকা মেজাজে থাকি। আসলে সাজঘরে একটা পরিবেশ বজায় রাখতে চাই। ড্রেসিংরুমের পরিবেশ ভালো হলে, পারফরম্যান্স ভালো হয়। এটাই স্বাভাবিক।’

এরপর কিছুটা থেমে ২০১১ বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন হিটম্যান। রোহিত বলেন, ‘সেবারের মতো এবারও আমরা দেশের মাটিতে খেলছি। প্রত্যাশা থাকবে। সবাই সেটা জানি। নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। প্রতিনিয়ত দলের মধ্যে এই আলোচনা হয়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এরপর থেকে পরপর জয়। লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে স্বাগতিকরা। রোহিত বলেন, আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছিলাম। জানতাম খুব লম্বা প্রতিযোগিতা। বেশি দূরের কথা ভাবলে জেতা যাবে না। তাই আমরা একটা করে ম্যাচের দিকে নজর দিচ্ছিলাম। আলাদা আলাদা দলের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে খেলতে হয়েছে। এটা বড় চ্যালেঞ্জ। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। আমরা সেটা পেরেছি। আমি খুশি ৯টা ম্যাচই জিততে পেরে। বাকি আর মাত্র দুই ম্যাচ। যদিও ফাইনাল খেলতে হলে সেমিফাইনালের বাধা টপকাতেই হবে। রোহিত ও তার সতীর্থরা সেটা জানেন। এটাও জানেন যে, শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হারলেই সমালোচনার ঝড় উঠবে। তাই ফের আর একটা নতুন ম্যাচ নিয়েই ভাবতে চাইছেন ভারত অধিনায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button