আঞ্চলিকশীর্ষ নিউজসংগঠন সংবাদ

চ:রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উ:বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রীতিমিলন ও নৌবিহার’২০২৪ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিবেদক: রাঙ্গুনিয়ার  ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ  বিদ্যালয়  ১৯৬৬ সালে প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রম করার পর  বর্ণাঢ্য আয়োজনে গত ৯ মার্চ  ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল  রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কত্রিক ৪র্থ প্রীতি মিলন ও নৌবিহার ২০২৪ ।
বিদ্যালয়  প্রতিষ্ঠার পর থেকে পাশ করা  নবীন প্রবীন  শিক্ষার্থীদের  মিলনমেলায় পরিণত  হয়  বিদ্যালয়ের মাঠ।  অনেক দিন পর বন্ধুদের পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা হয়ে ঊঠে আনন্দে আর্তহারা ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য হতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, ব্যাংকার, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকসহ প্রায়  দুশতাধিক প্রাক্তনী  উপস্থিত ছিলেন।
স্কুলের  নতুন পুরাতন শিক্ষাথীদের মিলনমেলা  সকাল  ৯টায় উদ্বোধন হওয়ার পরে  দিনভর  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শোভা যাত্রা, স্মৃতি চারন, কবিতা আবৃতি, গান, অভিনয়, কৌতুক, বিভিন্ন খেলাধুলা ইত্যাদি ।
সকাল  ৯ টায় স্কুল প্রাঙ্গণ হতে যাত্রা করে সুসজ্জিত ইঞ্জিন বোট সহকারে কাপ্তাই উপজেলার জুম রেস্তোরাঁ এলাকার  মনোরম পরিবেশে যাত্রা বিরতি, দুপুরের আহার শেষে সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জনাব  ফরিদ আহমদের সভাপতিত্বে  অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক জনাব এস এম আহসানুল হক, আবু নাসের, ডা মহসিন, নজমুল হক, নেজামুল ইসলাম, আবুল বাসার,  মাষ্টার হারুনুর রশিদ, আবু তাহের, জালাল, মুহাম্মদ কায়সার, সাইদুর, আব্দুল জলিল, এডভোকেট ফিরোজ, ইঞ্জিনিয়র রফিক, নজরুল তালকদার, সাইফুদ্দিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button