শীর্ষ নিউজসংগঠন সংবাদ

ঝিকরগাছায় রিকোভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইস ) রি ইন্টাগ্রেশন অফ রিটার্নিং মিগ্র্যান্ট প্রকল্পের ওরিয়েন্টেশন সম্পন্ন


রিকোভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইস ) রি ইন্টাগ্রেশন অফ রিটার্নিং মিগ্র্যান্ট প্রকল্পের কার্যক্রম অবহিত করণ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে ঝিকরগাছায়। ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় যাশোরের ঝিকরগাছা উপজেলা সভা কক্ষে এই ওরিয়েন্টশন অনুষ্টিত হয়।
ওরিয়েন্টেশনের স্লোগান-প্রত্যাগত অভিবাসী ফিরে এলেই পাশে আছে।
এই ওরিয়েন্টেশন এ প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের উপসচিব ও পরিচালক (আই আর পি ) মোঃ গিয়াস উদ্দিন।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।
এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, থানা ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া।
ওরিয়েন্টেশনে ঝিকরগাছার বিদেশ ফেরত উল্লেখযোগ্য সংখক পার্সন উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে জানানো হয় – প্রত্যাবত কর্মীদের নিবন্ধন কাজ চলছে। দুই লক্ষ কর্মীর রেজিস্ট্রেশন করা হবে।
সারা দেশে ৩০টি সেন্টার আছে। খুলনা বিভাগে এই সেন্টার তিনটি যার একটি যাশোর।
এখন রেজিস্ট্রেশনকৃত প্রত্যাবত কর্মীকে মাথাপিছু ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button