বিশেষ খবর

বাড়ি বাড়ি গিয়ে ১৪০ উপজেলায় শুরু ভোটার তালিকা হালনাগাদ

দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপের এ হালনাগাদ কার্যক্রম চলবে।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাজধানীর তিনটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা, মতিঝিল ও রমনা এলাকার তথ্য এই ধাপে নেয়া হবে।

গত ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসি।

সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল। তখন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তথ্য নেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির পর এ পর্যন্ত পাঁচবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮ ও ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button