বিশ্বসংগঠন সংবাদ

জেদ্দা কন্সুলেটে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

 
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মঈনুল কবির এর সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ০৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘন্টা ব্যাপী চলা বৈঠকে অত্যান্ত সৌহার্দ্যপুর্ন পরিবেশে প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা, সমাধান, সম্ভাবনা সহ কন্সুলেটের সেবার মান বৃদ্ধি, দক্ষ শ্রমিক নিয়োগ, রেমিটান্স প্রবাহ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফল্প্রসু আলোচনা হয়। এইছাড়াও আগামী ১৬ ডিসেম্বর স্বৈরাচার মুক্ত প্রথম জাতীয় দিবস উদযাপনের বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কনসাল জেনারেল বিএনপি প্রতিনিধি দলকে ইতিবাচক আলোচনা ও পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৈষম্য বিরুধী ছাত্র জনতার আন্দোলনের স্পিডকে হৃদয়ে ধারন করে প্রবাসে থেকেও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে কন্সুলেট কমিউনিটি এক সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
প্রতিনিধি অন্যান্যদের মধ্যে, আবদুল মান্নান,মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন ও কৈফায়েত উল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন, শেখ মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, টিপু সুলতান , সাখাওয়াত ও আলাউদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button