বিশেষ খবরবিশ্ব

বৈশ্বিক খাদ্য সংকটে পশ্চিমাদের দায়ী করে যা বলছে রাশিয়া

বৈশ্বিক খাদ্য সংকটে পশ্চিমাদের দায় দেখছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক মতামতধর্মী বিবৃতিতে পশ্চিমাদের দায়ী করে বক্তব্য দেন।

মারিয়া জাকারোভা বলেন, আগের বছরগুলোর তুলনায় খাদ্যশস্য এবং ব্যবসা বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানের বরাতে তিনি বলেন,  বিশ্বে খাদ্যশস্য আরও বৃদ্ধি পাবে।

মারিয়া জাকারোভা বলেন, বাজারে খাদ্যশস্য ঘাটতির জন্য রাশিয়াকে দোষ দিতে পশ্চিমারা জাতিসংঘসহ সকল প্লাটফর্ম ব্যবহার করছে। যদিও বাজারে আগের বছরের তুলনায় শস্য বেশি রয়েছে। খাদ্যশস্য ঘাটতির জন্য তিনি ‘পশ্চিমাদের  কৃষি নীতির ভবিষ্যদ্বাণী’ প্রণয়নকে দায়ী করেন। এছাড়া রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও দায়ী করেন তিনি।

ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহে অবরোধ ও নিজেদের পণ্য রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে রাশিয়া বিশ্বকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় শনিবার এমন মন্তব্য করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button