চৌগাছায় ধুলিয়ানী ইউনিয়ন কমিটি গঠন শিক্ষক সমাজ কমিটির কার্য্যক্রম যশোরে প্রসার
মালিক উজ জামান, যশোর : যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর ১২১৯৮/১ এই সংগঠনটির কার্য্যক্রম ধীরে যশোরে প্রসার হচ্ছে। জেলা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে সংগঠনটি কার্য্যক্রম বেগবান করছে।
শিক্ষকদের দাবি আদায়ে একটি সম্মিলিত প্রয়াস শিক্ষক সমাজ কমিটি। সারা দেশের ন্যয় যশোরেও এদের কার্য্যক্রম ধীরে ধীরে ব্যপ্তি ছড়াচ্ছে। সর্বশেষ ৪ আগস্ট উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের চতুর্থ ত্রি-বার্ষিক সম্মেলনে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাজামাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কোমল কুমার, সাংগঠনিক সম্পাদক মাসাদুজ্জামান, মহিলা সম্পাদিকা আমেনা খাতুন। ক্রীড়া সম্পাদক হয়েছেন সামনুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা রুমা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, নাজমুল হুদা, নাসির উদ্দিন ও নাসরিন সুলতানা এবং সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক অভীজিৎ কুমার রায়।