বিশেষ খবররাজনীতি

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ডাকযোগে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন রাশেদ।

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্য নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‌

‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’— পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃতি দিয়ে ওই নোটিশে বলা হয়েছে, ‘এমন বক্তব্য সংবিধানবিরোধী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এ দেশের সকল ক্ষমতার উৎস কেবল এ দেশের জনগণ।’

এতে আরও বলা হয়, ‘পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে বলা হয়, ‘মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ হয়েছে আপনার। পাশাপাশি এটা বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত, তথা সার্বভৌমত্বের ওপর আঘাত। এ অবস্থায় পদে থাকার বৈধতা হারিয়েছেন আপনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button