অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

কয়লার দামে রেকর্ড

ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে অনেকেই জ্বালানি আমদানি বন্ধ করেছে। কিছু দেশ আবার আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় জ্বালানির দাম বাড়ছে। ব্লুমবার্গ জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউক্যাসল বন্দরে শুক্রবার লোডকৃত কয়লার দাম ছিল প্রতি টন ৪৩৬.৭১ ডলার, যা এ যাবতকালে সর্বোচ্চ। OPIS এর সূচক অনুযায়ী, এ দাম গত বছর একই সময়ের তুলনায় তিনগুণ বেশি।

প্রতিবেদনে ব্লুমবার্গ আরও জানিয়েছে, বিশ্বে অস্ট্রেলিয়া অন্যতম বৃহত্তম কয়লা রফতানিকারক দেশ। এ বছর লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়ায় প্রতিকূল আবহাওয়া দেখা দিলে কয়লার দাম আরও বাড়তে পারে। কারণ এর আগেও লা নিনার প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ায়।

ইউক্রেন সংঘাতকে ঘিরে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা। এর প্রেক্ষিতে রাশিয়াও কয়েকটি দেশে জ্বালানি সরবরাহ বন্ধ কিংবা কমিয়ে দিয়েছে। সামনের শীতে ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও কয়লার চাহিদা বৃদ্ধির পূর্বাভাসের কারণে জ্বালানির দাম হু হু করে বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button