কাতারে ‘প্রতিবাদের জার্সি’ পরে খেলবে ডেনমার্ক
কাতার বিশ্বকাপে জার্সির রং হাল্কা করল ডেনমার্ক। তারা কালো জার্সিও পরবে। কাতারে মানবাধিকার ভঙ্গের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
খেলাধুলার পোশাক নির্মাতা সংস্থা হুমে জানিয়েছে, বিশ্বকাপে ডেনমার্কের জার্সির রং ফিকে হবে। তাছাড়া তৃতীয় জার্সিও থাকছে। সেটির রং কালো। আর কালো হলো শোকের রং। কাতারে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে তারা জানিয়েছে।
এদিকে, ডেনমার্কের এই ঘোষণার পরই তীব্র প্রতিবাদ করেছে কাতার।
সামাজিক মাধ্যমে ডেনমার্কের জার্সির দু’টি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডেনমার্কের চিরাচরিত লাল রংয়ের জার্সি এবার কিছুটা ফিকে হয়েছে। এমনকি কোম্পানির লোগো, ডেনিশ ফেডারেশনের এবং কিট প্রস্তুতকারকের লোগোও আগের থেকে ফিকে।
শুধু তাই নয় জার্সি প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছে, তারা একটি কালো জার্সিও তৈরি করেছে। এই কালো রং হলো শোকের রং।
সংস্থাটি জানিয়েছে, আমরা অবশ্যই ডেনমার্কের টিমকে সমর্থন জানাই। কিন্তু একইসঙ্গে এটা ভুলে গেলে চলবে না, এই প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন।
হুমে জানিয়েছে, কাতারের মানবাধিকার রেকর্ড এবং বিশ্বকাপের স্টেডিয়াম বানাতে গিয়ে তারা অভিবাসী শ্রমিকদের সঙ্গে কী রকম ব্যবহার করেছে সে বিষয়ে তারা আলাদা করে পরে বিবৃতি দিতে পারে।
কাতারের অভিযোগ
কাতারে বিশ্বকাপের আয়োজকদের শীর্ষ কমিটি দ্রুত একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, হুমে যে দাবি করেছে- তা ঠিক নয়। স্টেডিয়াম বানানো এবং অন্য কাজে ৩০ হাজার শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্যের খেয়াল রাখতে তারা দায়বদ্ধ।
কাতার জানিয়েছে, মাত্র তিনজন শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। তাছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি মেনে তারা তাদের ব্যবস্থার সংস্কার করেছে বলেও দাবি করা হয়েছে। এর ফলে শ্রমিকদের জীবনধারণের মান উন্নত হয়েছে। ডেনমার্কের ফুটবল ফেডারেশনের(ডিবিইউ) সঙ্গেও তাদের খোলাখুলি কথা হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে