প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দোয়া
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি’র মা ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদী মরহুমা শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ।
বুধবার (১৬ নভেম্বর) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন পল্টন থানা ছাত্রলীগের নয়াপল্টন ইউনিটের সভাপতি হাফেজ কাজী হুজায়ফা রহমান। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী মরহুমা শেখ রাজিয়া নাসেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা ডা. মো. ইসহাক বিন মহসিন।
দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন থানা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের অসংখ্য নেতা-কর্মীরা এতে অংশগ্রহন করেন। পরে মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতির মধ্যে তবারক বিতরণ করা হয়।