শীর্ষ নিউজ

চাঁপাইনবাবগঞ্জে প্রতারক চক্রের মূলহোতাসহ আটক ৩

মোটা অংকের টাকা বিনিয়োগ করে কিনতে হয় ইলেকট্রনিক বা ডিজিটাল অর্থ ক্রিপ্টোকারেন্সি। এরপর কোনও পরিশ্রম ছাড়াই আয় করা যায় ডলার। আল্টিমা ফার্ম নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে লেনদেন করা হয়। আবার কাউকে রেফারেন্স দিয়ে এরসঙ্গে যুক্ত করতে পারলে অতিরিক্ত ডলার উপার্জন করা সম্ভব। এসব প্রলোভন দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে একটি প্রতারক চক্র।

সেই প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-৫ (র‌্যাব)। সোমবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ের আলাউদ্দীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটককৃত আলিউল আজিম (৩৫) আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা। তিনি জেলা শহরের স্বরূপনগর এলাকার বাবলু আক্তারের ছেলে। আটক অন্য দু’জন হলেন- গোমস্তাপুর উপজেলার পুরাতন প্রসাদপুর গ্রামের রকিবুল ইসলাম তৌফিকের ছেলে শামসুদ্দিন (২৫) ও একই উপজেলার কলোনী ডাইনপাড়া মহল্লার বাবলু আলীর ছেলে আরিফ হোসেন (২৫)।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button