বিশেষ খবররাজনীতি

জাহাজে চাকরিতে আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা হবে : শাজাহান খান

দেশে বিদেশে বিভিন্ন জাহাজে চাকরি করার জন্য আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা হবে বলে জানিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

শনিবার বিকেলে মাদারীপুরের দুধখালী ইউনিয়নে বাংলাদেশ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণকাজ ও অন্যান্য স্থাপনাদি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, বাংলাদেশে দক্ষ নাবিক তৈরির অল্প কয়েকটি প্রতিষ্ঠান আছে। মাদারীপুরের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটটি দেশের দ্বিতীয় ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি আগামী বছর চালু হলে প্রতিবছর এখান থেকে ৫’শ আন্তর্জাতিক মানের দক্ষ নাবিক তৈরি করা হবে। যারা দেশে ও বিদেশের বিভিন্ন জাহাজে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ পাবে। এখান থেকে যেসব নাবিক তৈরি করা হবে। তারা কেউ বেকার বসে থাকবে না। তাদের জন্য অনেক চাকরির সুযোগ রয়েছে।

এ সময় শাজাহান খান প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি খেলার মাঠ, অধ্যক্ষের আবাসনের জন্য ডাকবাংলো, অফিসারদের কোয়ার্টার, কনভেনশন হলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জমি পরিদর্শন করেন।

এ সময় গণপূর্ত অধিদপ্তর, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button