খেলা

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে দীপিকার দীপ্তি

 

আকাশ চিরে উড়ে যাচ্ছে একঝাঁক বিমান। পিছনে রেখে যাচ্ছে রঙিন ধোঁয়া। ফিফা বিশ্বকাপের ফাইনালের কয়েক ঘণ্টা আগে দোহার আকাশে দেখা গেল এমনই চিত্র। কাতারের বিমান বাহিনী মন ভরিয়ে দিয়েছিল অনবদ্য প্রদর্শনীতে। তারপর লুসাইল স্টেডিয়াম মেতে উঠল জমকালো বিদায়ী অনুষ্ঠানে। মেসি-এমবাপ্পের লড়াইয়ের চেয়ে কম চিত্তাকর্ষক ছিল না এই সমাপনী অনুষ্ঠান।

গোটা শহর যেন উঠে এসেছিল স্টেডিয়াম চত্বরে। যাদের কাছে মহামূল্যবান টিকিট নেই, তারাও পায়ে পায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে মাঠে ঢুকতেই প্রাণান্তকর দশা হয়েছিল। বসতে না বসতেই শুরু অনুষ্ঠান। প্রথমে এবারের আসরের স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হল। পরিচয় করানো হল চার বছর পরের আয়োজকদের সঙ্গেও। উদ্বোধনী অনুষ্ঠানের শোভা বাড়িয়েছিল উটের প্যারেড। সমাপ্তিতেও থাকল সেই চমক। সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজির বাহার। সন্ধ্যার আকাশ ভরে উঠল রং আর আলোয়।

আবেশ ছড়াল গান। বাঙালিদের মনে যেমন সর্বক্ষণ গুনগুন গান হতেই থাকে, তেমনই সমাপ্তিতেও থাকল তা। শুরুতে থাকল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া বেটার টুগেদার’। পারফর্ম করলেন নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ট্রফির পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানের দীপ্তি বাড়ালেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনও। সুরের আবেশে মুগ্ধতার রেশ নিয়েই ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বুঁদ থাকল ৮৮ হাজার দর্শকের গ্যালারি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button