খেলা

বছরের প্রথম জয় লিভারপুলের

অবশেষে ব্যর্থতার কণ্টকাকীর্ণ পথ ছেড়ে বেরিয়ে এলো লিভারপুল। সোমবার প্রিমিয়ার লিগে এনফিল্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়ে ২০২৩ সালের প্রথম জয় পেলো অলরেডরা।

৩৬তম মিনিটের কাউন্টার অ্যাটাকে ডারউইন নুনেজের সঙ্গে যোগসাজশে গোলমুখ খোলেন মোহাম্মদ সালাহ। এর আগে এভারটন লিড নেওয়ার দু’টি সুবর্ণ সুযোগ নষ্ট করে। ডোয়াইট ম্যাকনিল গোলের খুব কাছে ছিলেন এবং জেমস টারকোস্কি পোস্টে আঘাত করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেদারল্যান্ডস ফরোয়াডর্ড কডি গাকপো লিভারপুলকে আরও এগিয়ে নেন। বিশ্বকাপের পর ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে পিএসভি এইন্দহোভেন থেকে আসার পর সপ্তম ম্যাচে প্রথম গোল করলেন তিনি।

এই জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট পেলো লিভারপুল। উঠে গেলো ৯ নম্বরে। লিগে চার ম্যাচ পর তিন পয়েন্ট অর্জন করলো তারা। আগের ম্যাচে আর্সেনালকে হারানো এভারটন ২২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button