রাজনীতিশীর্ষ নিউজ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্রের গিয়াস, জিল্লুর ও মিল্টন

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ৩ কর্মকর্তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান এবং মিল্টন ভূইয়াকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে ২ এপ্রিল। উল্লেখ্য, ২০১৩ সালে ভেঙে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি। এরপর আজ অবধি কোন কমিটির অনুমোদন না দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কাজ চালাচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপির বিকল্প হিসেবে বাংলাদেশী অধ্যুষিত ১৪ স্টেটে বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়। নিউইয়র্ক স্টেট কমিটি ছাড়াও নিউইয়র্ক মহানগরে উত্তর-দক্ষিণ কমিটির অনুমোদনও এসেছে। এতদসত্বেও মার্কিন প্রশাসনে বিএনপির পক্ষে দেন-দরবারের প্রত্যাশা একেবারেই পূরণ হচ্ছে না বলে হাইকমান্ড অনুধাবনে সক্ষম হয়েছে। এরপরই গত সপ্তাহে উপরোক্ত ৩ জনসহ ৬ জন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গত ১ মার্চ। সে সময় সাংগঠনিক আলোচনাও হয় বলে নেতৃবৃন্দ জানান।

এদিকে, কেন্দ্রীয় কমিটিতে এই তিন নেতার নিয়োগের মধ্যদিয়ে বিএনপির রাজনীতির পক্ষে মার্কিন প্রশাসনে দেন-দরবার বিশেষ করে জেনারেল মইন-ফখরুদ্দিনের কেয়ারটেকার সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় ইউএস সিনেটের ১৫ সদস্যের চিঠি প্রেরণের বিষয়টিরও মূল্যায়ন ঘটলো বলে গিয়াস আহমেদ উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button