শীর্ষ নিউজ

খেলাপি মামলায় সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর পরিচালক ও স্ত্রীর পাসপোর্ট জব্দের নির্দেশ

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ
খেলাপির মামলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোমেনা আফরিনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালত।
গত বৃহস্পতিবার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকা খেলাপি ঋণ আদায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা মামলাটি করেন।
জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটডের নামে ব্যাংক থেকে ঋণখেলাপি হন।
জাহাঙ্গীর কাশেম ট্রেডিং, ডায়মন্ড অটো ব্রিকসসহ আরও দুটি প্রতিষ্ঠানের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকেও ঋণখেলাপি তিনি।
জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী রোমেনা আফরিন পরিচালক।
সোস্যাল ইসলামী ব্যাংকের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে দেশত্যাগের চেষ্টা করতে গিয়ে ইতোপূর্বে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখনো ব্যাংকের টাকা আত্মসাৎ করে দেশত্যাগের চেষ্টা করছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেও ঋণের টাকা পরিশোধ করছেন না। এ নিয়ে আদালত শুনানি শেষে তাদের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button