বিনোদন

প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়া থেকে কাজলের বিরতির রহস্য

সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা জানান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। টুইটার ও ইনস্টাগ্রামে তিনি এই ঘোষণা দেন।

ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ঘোষণা করেন কাজল। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথাও জানান অভিনেত্রী। পরে বোঝা যায়, কাজলের এই ঘোষণা আসলে তার পরের প্রোজেক্টের প্রচার কৌশল। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’।

এরই মধ্যে সোমবার প্রকাশ করা হয়েছে ‘দ্য ট্রায়াল’ সিরিজের ট্রেলার। এতে কাজলের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।

ট্রেলারে দেখা যায়, চোখের সামনে একের পর এক অস্বস্তিকর ফ্ল্যাশব্যাক। কাজলের চোখমুখের অভিব্যক্তিও বেশ গম্ভীর। এর মধ্যেই তার পিছনে এসে দাঁড়িয়েছেন যিশু। পিছনে ঘুরেই যিশুকে সপাটে চড় কষালেন কাজল। অবাক যিশুও। কোন অপরাধে শাস্তি পেলেন তিনি?

সিরিজে দম্পতির ভূমিকায় জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল ও যিশু। সেই দাম্পত্য জীবনেই হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। যিশুর অপরাধের জেরে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাদের সন্তানেরাও। তাদের সামলাবেন কে? এই অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজে। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি? প্রশ্নের উত্তর মিলবে ‘দ্য ট্রায়াল’ সিরিজ থেকেই।

ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যেতে চলেছে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। কাজলের স্বামীর চরিত্রে রয়েছেন যিশু। পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের দোলাচলের মধ্যে কীভাবে সঠিক পথ বাছবেন নয়নিকা? পাশে পাবেন কি তার সহকর্মীদের? কীভাবে সন্তান ও সংসার সামলাবেন তিনি? আগামী ১৪ জুলাই মিলবে এসব প্রশ্নের উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button