অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

যশোরে ওমমএস চাল আটা বিতরণে চরম অনিয়ম


যশোরে ওমমএস চাল আটা বিতরনে চরম অব্যবস্থাপনা দশা বিরাজ করছে। আগে আসলে আগে পাবে এমন নিয়মে দেওয়ায় কর্মজীবী দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু জানিয়েছেন পরীক্ষা মূলক ৫টি স্থানে কার্ড প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। চারখাম্বায় তোতা মিয়া, বেজপাড়ায় মোস্তফা, খড়কীতে ধর্মতলায় রোকন ব্যাপারী দায়িত্ব পালন করছেন। এসব স্পটে আগে আসলে আগে পাবে এমন নিয়মে চাল আটা দেওয়া হচ্ছে।
কিন্ত বঞ্চিত দরিদ্র মানুষ জানান, এনআইডি কার্ডসহ আগের দিন রাত ১২টা থেকে নারী পুরুষ, প্রবীন দরিদ্র মানুষ ডিলারের বাড়ি বা দোকানের সামনে বসে থাকলেও ডিলারেরর আর দেখা পাওয়া যাচ্ছে না। সে যেন হঠাৎই লাপাত্তা হয়ে গেছেন। এসব নিয়ে সাধারন মানুষ যশোর নগরবাসী প্রচন্ড ক্ষিপ্ত।
যশোর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ডালমিলের ইদ্রিস আলী, আবুল হোসেন, তাইজুল ইসলাম জানান, তারা ওমমএস কার্ড করার কথা জানতেও পারেনি। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের এক বড়ে কে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে গত কয়েক দিন। এরা গোপনে ওএমএস ডিলারশিপ কার্ড এর তালিকা করছে।
ওমমএস ডিলারশিপা কার্ড সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি যশোর পৌর কাউন্সিলরগণ। এ কারনে বোঝা যাচ্ছেনা যশোর পৌরসভায় ঠিক কতটি ওএমএস ডিলার কার্ড প্রদান করা হবে। এমনকি এ বিষয়ে কোন সরকারি প্রজ্ঞাপনও এখনো পর্যন্ত যশোরে মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button