চট্টগ্রামসংগঠন সংবাদ

জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সভায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী

এতিমের টাকা আত্মসাৎকারী, অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলার খুনীদের রুখে দাড়াঁন ; শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিন
১২ অক্টোবর ‘২০২৩ বিকাল ৩ ঘটিকায় নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, এতিমের টাকা – সম্পদ আত্মসাৎকারী, গ্রেনেড হামলার হোতা – খুনিদের রুখে দাঁড়াতে আগামী সংসদ নির্বাচনে শ্রমজূবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিয়ে পূনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। নগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রখ্যাত শ্রমিকনেতা মহব্বত আলী খান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পীরজাদা মহররম হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বারের বিজ্ঞ আইনজীবী শফিকুল কবির বিজন, রৌফাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি বিমান বড়ুয়া, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, সহ-সভাপতি আবু হানিফ জনি, নগর শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আবুল কাসেম, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কার্যকরি সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স.ম. জিয়াউর রহমান, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার পাশা, সাংগঠনিক সম্পাদক বশির আহামদ, বাংলাদশ সড়ক পরিবহণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলার সভাপতি জাবেদুল আলম জাবেদ, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক
লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের পলিটেকনিক্যাল শাখার সভাপতি ইব্রাহিম খলিল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নেন। স্বাধীনতা পরবর্তী জাতির পিতার নেতৃেত্বে যুদ্ধবিধ্বস্ত দেশের পূর্ণগঠনে ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে প্রিয়নেত্রীর হাতকে শক্তিশালী করতে এবং গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শ্রমিকলীগকে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় অর্জনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের সকল স্তরের নেতা-কর্মীদেরকে এতিমের টাকা আত্মসাৎকারী, অগ্নিসন্ত্রাসী, গ্রেনেড হামলার মাধ্যমে প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টাকারী খুনীদের রুখে দাড়াঁতে হবে। শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নগর শ্রমিকলীগের পক্ষ থেকে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কেক কাটা, বিকালে শ্রমিক সমাবেশ ও এবং জাঁকজমকপূর্ণ র্যালী সহকারে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button