অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

জয়পুরহাটে ব্রকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষকরা

 

জয়পুরহাট, ১৫ জানুয়ারি, ২০২৪ (বাসস) : অত্যধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ ব্রকলি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সদর উপজেলার ভাদসা গুচ্ছ গ্রামের প্রান্তিক কৃষকরা।
সরেজমিন ভাদসা গুচ্ছগ্রাম এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দরিদ্র কৃষক মোসলেম উদ্দিন ২০  শতাংশ জমিতে এবার ব্রোকলি চাষ করেছেন । এ ব্রকলি চাষে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’। ব্রকলি দেখতে ফুলকপির মতো।  তবে ব্রকলির পাতা ও  ফুল ফলের রং সবুজ। চাষ পদ্ধতি বাধা বা ফুলকপির মতোই। এরমধ্যে মোসলেমের ব্রকলি বাজারে আসতে শুরু করেছে।  ব্রকলিতে সেলেনিয়াম নামক এক ধরনের উপাদান থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে চাইনিজ রেষ্টুরেন্টে এর প্রচলন ও চাহিদা বেশি। তুলনামূলক বাজারে  ফুল কপি বা বাধা কপির চেয়ে, ব্রকলি বেশি দামে বিক্রি হয়ে থাকে। ফলে ব্রকলি চাষ লাভজনক  হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বেশি। ব্রকলি চাষি মোসলেম উদ্দিন  জানান, এবার ২০ শতাংশ জমিতে দুই হাজার ৫শ টি ব্রকলির চারা রোপণ করেছেন। ফুলকপির মতো চারা লাগানো থেকে ৬৫-৭০ দিনের মধ্যে ব্রকলি সংগ্রহ করা যায়। ফলে কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হতে পারেন।  মোসলেম উদ্দিন জানান, ২০ শতাংশ জমিতে ব্রকলি চাষে করলেও ৬৫ থেকে ৭৫ হাজার টাকা বিক্রি করা সম্ভব বলে জানান তিনি।  বিষমুক্ত ভাবে এটি চাষ করা হচ্ছে। পোকা মাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহারের পরিবর্তে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে।   ব্রকলি চাষ লাভজনক হওয়ায় এবার ওই  এলাকার স্বপন কুমার, বিমল পাহান, আব্দুর রহমান, আমেদ আলি, সোয়াইব, নোমানসহ অনেক কৃষক বর্তমানে ব্রকলি চাষ করেছেন।  বেলে দো’আশ মাটিতে ব্রকলির ফলন ভালো হয় এবং অত্যধিক পুষ্টি  গুণাগুণ সমৃদ্ধ ব্রকলি চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানান, উপপরিচালক (কৃষি) ওবাইদুল ইসলাম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ( পিকেএসএফ) কৃষি ইউনিটের অধিন বিভিন্ন ফসল চাষে কৃষকদের কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button