পিরোজপুর, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, (বাসস): জেলায় গত ১৩ মাসে ৮৫ হাজার ৫৭১ জন মানুষ সরাসরি বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ের ফ্র্ন্ট ডেক্স এর মাধ্যমে এ সেবা প্রদান করা হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পিরোজপুর জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভার অধিবাসিরা এ সেবা পেয়েছে।
এসময় মোট ১৫ হাজার ৪শত ৮০টি চিঠিপত্র গ্রহণ করা হয় এবং আবেদন গ্রহণ করা হয় ৭০ হাজার ৯১টি। এর মধ্যে ২০২৩ সালের জানুয়ারিতে ১ হাজার ৭শত ২৪টি চিঠি এবং ৮ হাজার ৮৪৯টি আবেদন গ্রহণ করা হয়। ফেব্রুয়ারিতে ১১শত ৫৪টি চিঠি এবং ৬ হাজার ৪২৫টি আবেদন, মার্চে ৯৭৯টি চিঠি ও ৪ হাজার ৮৬৫টি আবেদন, এপ্রিলে ১ হাজার ৫২টি চিঠি ও ৫ হাজার ৪৩১টি আবেদন, মে মাসে ৯৫৮টি চিঠি ও ৬ হাজার ৭৩১টি আবেদন, জুনে ৮শত ৭৮টি চিঠি ও ৪ হাজার ৯১৬টি আবেদন, জুলাইতে ১ হাজার ৪৭৯ টি চিঠি ও ৬ হাজার ৬৭৬টি আবেদন, আগষ্টে ১ হাজার ২৩৬টি চিঠি ও ৬ হাজার ৬৫টি আবেদন, সেপ্টেম্বরে ১ হাজার ২৫টি চিঠি ও ৫ হাজার ৪০টি আবেদন, অক্টোবরে ২ হাজার ১টি চিঠি ও ৪ হাজার ৭৮২টি আবেদন, নভেম্বরে ৮৫৪টি চিঠি ও ৩ হাজার ২৫৯টি আবেদন, ডিসেম্বরে ১ হাজার ১২টি চিঠি ও ৩ হাজার ২০৫টি আবেদন এবং চলতি বছরের গত জানুয়ারি মাসে ১ হাজার ১৩০টি চিঠি ও ৩ হাজার ৫৪৭টি আবেদন গ্রহণ করা হয়। এসব চিঠির মধ্যে জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তা বরাবরে চিঠি রয়েছে। আবেদন সমূহের মধ্যে বি.এস, এস.এ, আর.এস, সি.এস, পর্চার সার্টিফাই কপি, দাগের সুচি, বি.এস. এস এ নকশাসহ বিভিন্ন ধরনের জমি জমা সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ক কাগজ পত্রের সার্টিফাই কপি রয়েছে। পর্চার সার্টিফাই কপি নিতে আসা নাজিরপুরের সাচিয়ার নওশের আলী জানালেন এখন আর জমি জমার প্রয়োজনীয় কাগজপত্র রেকর্ডরুম থেকে সংগ্রহ করতে উকিল মহরীর প্রয়োজন না হওয়ায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ই-সেবা কেন্দ্র থেকে নির্দিষ্ট করে দেয়া তারিখে সরবরাহ করায় আমরা স্বস্তি পাচ্ছি। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন ই-সেবা কেন্দ্র থেকে জেলাবাসীকে যে সেবা দেয়া হচ্ছে সেটিই হচ্ছে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সেবার একটি। তিনি বলেন রেকর্ড রুম থেকে পর্চা-নকশা, দাগের সুচিসহ, যেকোন ধরনের সার্টিফাই কপি নিতে এখন আর উপরি পয়সা কাউকে দিতে হয় না, নির্দিষ্ট দিনেই কাগজ পেয়ে যায়। এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির দিন শেষ হয়েছে।