শীর্ষ নিউজ

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

 

মাগুরা,  ৮ মে. ২০২৪ (বাসস): মাগুরার দু’টি উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে ভাবে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন । অপরদিকে, শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।
জেলা রিটানিং অফিসার  ও জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, মাগুরা সদর উপজেলায় ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫০৬জন ও শ্রীপর উপজেলায় ১লাখ ৪৯হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৬ জন পুলিশ সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। একই সাথে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরা টহলরত আছে। প্রতিটি ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি উপজেলায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button