বিশেষ খবরশীর্ষ নিউজ

প্রথম ধাপে মনিরামপুর কেশবপুরসহ ১৫২ উপজেলায় ভোট ৮ মে


বিশেষ প্রতিবেদক
ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে। প্রথম ধাপে যাশোরের দুই উপজেলা মনিরামপুর ও কেশবপুর উপজেলায় ই ভি এমে ভোট হবে।
এর আগে গত ১৯ মার্চ বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতীক বরাদ্দের দিন থেকেই নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু হবে। সব প্রার্থীকেই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
মনিরামপুর উপজেলার মোট ভোটার সংখ্যা  ২,৬৬,০৩২  জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৩১,০২১ জন। মহিলা ভোটার সংখ্যা ১,৩৫০১১ জন।
১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এই উপজেলা। ইউনিয়ন গুলো হচ্ছে, রোহিতা ইউনিয়ন, কাশিমনগর ইউনিয়ন, ভোজগাতী ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন, হরিদাসকাটি ইউনিয়ন, মণিরামপুর ইউনিয়ন,।খেদাপাড়া ইউনিয়ন, হরিহরনগর ইউনিয়ন, ঝাঁপা ইউনিয়ন, মশ্বিমনগর ইউনিয়ন, চালুয়াহাটি ইউনিয়ন, শ্যামকুড় ইউনিয়ন, খানপুর ইউনিয়ন, দূর্বাডাংগা ইউনিয়ন, কুলটিয়া ইউনিয়ন,  নেহালপুর ইউনিয়ন,  মনোহরপুর ইউনিয়ন
কেশবপুর উপজেলার ভোটার ১.৭৪,৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৭,২১১  জন। আর মহিলা ভোটার সংখ্যা ৮৭,১২৪  জন।
১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কেশবপুর উপজেলা গঠিত।
ইউনিয়ন গুলো হচ্ছে, ১নং ত্রিমোহিনী,  ২নং সাগরদাড়ী, ৩নং মজিদপুর, ৪নং বিদ্যানন্দকাটি, ৫নং মঙ্গলকোট, ৬ নং কেশবপুর,  ৭ নং পাজিয়া, ৮ নং সুফলাকাটি, ৯ নং গেীরিঘানা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button