আঞ্চলিকশীর্ষ নিউজ

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজির মামলা

 

চট্টগ্রাম, ২০ আগস্ট, ২০২৪ (বাসস) : বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখল এবং বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার সকালে মামলাটি করেন উপজেলার কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।
বিচারক আবদুল হামিদের আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বাদী  বলেন, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও মদদে উপজেলার কালীপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি ও বাগান দখলসহ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়।
আরজিতে বলা হয়, ২০২৩ ইংরেজি সালের ২৫ ডিসেম্বর ও ২০২৪ ইংরেজি সালের ২৫ জুলাই আসামিরা তার কালীপুরের লিচু বাগান দখল করে। মোস্তাফিজুর রহমানের নির্দেশে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ঘরবাড়ি ভাংচুর করে।
রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে আসামিরা তাকে বিগত দিনগুলোতে চরমভাবে নির্যাতন করে। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দেয়। এমনকি সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে তাকে বাড়িতেও থাকতে দেয়নি।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট লুৎফুল হায়দার ও এডভোকেট আবু নাছের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button