নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে
নাটোর, ২৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে। এ কর্মসূচিতে ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্যে ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/ নাগরিকত্বের কপি, নিকট আত্নীয়ের (পিতা-মাতা, ভাই-বোন) এনআইডি’র ফটোকপি, এসএসসি/ দাখিল/ সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি এবং ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/ গ্যাস/ পানি/ চৌকিদার ট্যাক্স রশিদের ফটোকপি সঙ্গে আনতে হবে।
নাটোরের সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় ২০২২ সালের হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৫৯২ জন। ঐ সময়ে ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বয়স ১৮ বছর না হলেও তথ্য সংগ্রহ করে রাখা হয়েছিল-যা বর্তমানে ১৮ বছর অতিক্রম করে গেছে। সংগৃহীত ঐ তালিকাসহ এ পর্যন্ত ভোটার নিবন্ধনকারী জনগোষ্ঠীর সংখ্যা ২০ হাজার ৪৫৪ জন। তবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন নিবন্ধনকারী ব্যক্তি এ তালিকায় অন্তর্ভূক্ত হবেন।
আগামী ২ জানুয়ারি জেলার সকল জনবহুল স্থানে সংগৃহীত খসড়া ভোটার তালিকায় নিবন্ধিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে। তালিকায় তথ্যগত ভুল সংশোধন, আপত্তি নিষ্পত্তি অথবা স্থানান্তর সুযোগ গ্রহণের জন্যে সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে। এ কর্তৃপক্ষের কার্যক্রম সমাধা শেষে আগামী ৯ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ২ মার্চ জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।