শীর্ষ নিউজসংগঠন সংবাদ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা -ঃ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শন করেছেন- সাব-ইন্সপেক্টর সুজন দাশ
সোমবার (০৭ এপ্রিল ২০২৫) বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান “বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে আসেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পরম কল্যাণমিত্র ও শুভাকাঙ্ক্ষী বর্তমানে ফেনী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর সাব-ইন্সপেক্টর সুজন দাশ।
তিনি বিনয়বাঁশী জলদাসের বিভিন্ন সময়ের আলোকচিত্র, তথ্যচিত্র ও শিল্পীগোষ্ঠীর দেশ বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার স্থিরচিত্র পরিদর্শন করেন।
এ সময় তিনি শিল্পীগোষ্ঠী’র সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন এবং শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, লেখক সংগঠক ও সাংবাদিক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা ও আলাপচারিতায় অংশগ্রহণ করেন।
তিনি বলেন চাকরি জীবনের ব্যস্তময় সময়ের মধ্যে প্রায়ই অনেকদিন পর সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলাপচারিতায় অংশগ্রহণ করতে পেরে ধন্য হলাম। সময়টা খুব ভালোই কাটলো, আজকের দিনটা স্মৃতির পাতায় ইতিহাস হয়ে থাকবে। সে সাথে সংস্কৃতি ক্ষেত্রে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের অবদানের কথা স্মরণ করে তিনি শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button