অ্যামাজন ভারতে বিনিয়োগ করবে আরও ১৫শ’ কোটি ডলার
ভারতে আরও ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ইনকরপোরেশন।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি। ভারতে ই-কমার্স জায়ান্টটির মোট বিনিয়োগের পরিমাণ ২০৩০ সালের মধ্যে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে বলেও জানান তিনি।
অ্যামাজনের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, বৈঠকে ভারতীয় স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে সহযোগিতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রফতানি বৃদ্ধি ও ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে তারা। সেখানকার ছোট ব্যবসাগুলো যেন বিশ্ববাজারে টিকে থাকতে পারে, সে সক্ষমতা তৈরির ব্যাপারে মোদি ও জ্যাসির মধ্যে আলোচনা হয়েছে। এরই মধ্যে গত মাসে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) বলেছে, ২০৩০ সালের মধ্যে তারা ভারতে ১ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন রুপি (১ হাজার ২৯০ কোটি ডলার) বিনিয়োগ করবে। সূত্র: রয়টার্স