রংপুরে ৫ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু
ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নগরীর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আজ বিকেলে পাঁচ দিনব্যাপী বিভাগীয় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) পণ্যমেলা- ২০২৫’র উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রংপুর জেলা কার্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এসএমই পণ্যমেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজারজাতকরণের পাশাপাশি উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশীয় অর্থনীতির বড় একটি অংশই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভূক্ত। দেশের লক্ষ লক্ষ মানুষ এ শিল্পের সঙ্গে জড়িত। স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পারিবারিক সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এ জাতীয় শিল্পগুলো গড়ে উঠে যা দেশে সমতাভিত্তিক অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, রংপুর বিসিক জেলা কার্যালয়ের সহকারী-মহাব্যবস্থাপক নাজমা খাতুন।
এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তাগণ এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট বিসিক কর্মকর্তারা বাসসকে জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী রংপুর বিভাগীয় এসএমই পণ্যমেলায় কৃষি, খাদ্য, আইসিটি, চামড়াজাত, পাটজাত এবং হস্ত ও কারুশিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের ৬০টি স্টল স্থান পেয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।