বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো অস্ট্রেলিয়া, সৌদি আরব

মার্চ ২০২৫ (বাসস) : চায়নাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এদিকে এশিয়ান বাছাইপর্বে শক্তিশালী জাপানের সাথে গোলশুন্য ড্র করে সৌদি আরবও স্বপ্ন টিকিয়ে রেখেছে।
বি-গ্রুপে সন হেয়াং-মিনের দক্ষিণ কোরিয়া এখনো ফেবারিট হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। কিন্তু আরো একটি হতাশাজনক পারফরমেন্সে ঘরের মাঠে জর্ডানের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কোরিয়ানরা। এনিয়ে নিজেদের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলো সনের দল।
চায়নাকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সৌদি আরবের থেকে তিন পয়েন্ট এগিয়ে ও ভাল গোল ব্যবধানে সি-গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েেেছ সকারুজরা। হাতে রয়েছে আর মাত্র দুই ম্যাচ।
ইতোমধ্যেই এই গ্রুপের শীর্ষ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে জাপান।
জুনে বাছাইপর্বের শেষ রাউন্ডে জাপানকে আতিথ্য দিবে অস্ট্রেলিয়া ও সৌদি আরব সফরে যাবে। এই ম্যাচের ফলাফলই নির্ধারন করে দিবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে।
হাংজুতে ১৬ মিনিটে চাইনিজ রক্ষনভাগের ব্যর্থতায় জ্যাকসন ইরভিন গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেয়। এরপর গোলরক্ষক ওয়াং ডালেইর মারাত্মক ভুলে নিশান ভেরুপিল্লাই ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন।
এর ফলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকলো চায়না। তবে এখনো তাদের সামনে সুযোগ রয়েছে তৃতীয় অথবা চতুর্থ স্থান দখলের।
বাহরাইনকে ১-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়া। অক্সফোর্ড ইউনাইটেড ফরোয়ার্ড ওলে রোমেনির গোলে নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক তারকা প্যাট্রিক ক্লুইভার্টের অধীনে প্রথম জয় নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। এনিয়ে রোমেনি দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় গোল করলেন।
সুওনে দ্বিতীয় স্থানে থাকা জর্ডানের সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে ওমানের সাথে এই ১-১ গোলেই ড্র করে পয়েন্ট হারিয়েছিল কোরিয়া। শেষ দুই ম্যাচে জয়ী হতে পারলে দক্ষিণ কোরিয়া বাছাইপর্বের বাঁধা পেরুতে পারবে। জুনে তারা ইরাক সফরে যাবে ও ঘরের মাঠে কুয়েতকে আতিথেয়তা দিবে।
দক্ষিণ কোরিয়ার থেকে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে জর্ডান।