চট্টগ্রামশীর্ষ নিউজ
চমেকে ম্যালেরিয়া ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘নিউ কনফারেন্স হলে’ শনিবার (১৭ মে) ম্যালেরিয়া ব্যবস্থাপনার ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেজ ও ডেভ কেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সার্বিক পরিচালনায় ছিলেন চমেক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আবু সাঈদ।
সরকারি, বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় শতাধিক চিকিৎসক এতে অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এম.এ. ফয়েজ, বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেজের প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ আমির হোসেন, চমেক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার এবং চমেকের অন্যান্য সিনিয়র চিকিৎসকবৃন্দ।
ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।