চট্টগ্রামশীর্ষ নিউজ
জলাবদ্ধতায় মুরাদপুর মোড় গোলচত্ত্বরে আটকাপড়া
কাজী ইব্রাহিম সেলিম : ফ্লাইওভারের উপরে নীচে জলাবদ্ধতায় রাতভর আটকাপড়া ভোগান্তির শিকার মানুষগুলো ছবি মুরাদপুর মোড় গোলচত্ত্বর, থেকে ভোর ৫ টায় তোলা হয়েছে। সকাল ৯ টার পরও গাড়ীগুলোকে আটকা থাকতে দেখাযায়।
নালার কাজ দ্রুত শেষ করা না হলে, সামনে আরো বড়ধরণের দুর্ভোগ অপেক্ষা করছে।