বিনোদনবিশেষ খবর

পদ্মা সেতু নিয়ে সংসদে আবৃত্তি নূরের, গাইলেন মমতাজ

পদ্মা সেতু নিয়ে জাতীয় সংসদে কবিতা আবৃত্তি করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গান গেয়েছেন সংসদ সদস্য মমতাজ বেগম।  মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা গানে-কবিতায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শেষ পর্যাযে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ‘আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে, এখন ইতিহাস হয়ে গেছে, বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে, খরস্রোতা পদ্মা, নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন’।

বাজেট আলোচনায় অংশ লোক সংগীতশিল্পী মমতাজ গানে গানে বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই।’

মমতাজ তার বক্তব্যে বিএনপি সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মমতাজ বলেন, ‘এখন নারীরা শাড়ি-গয়না চায় না।’

এরপর তিনি গেয়ে ওঠেন, ‘চাই না গয়না চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে যাব চলে বাপের বাড়ি।’

তিনি আরও বলেন, ‘আমরা সংসদে গান গাইলে অনেকে সমালোচনা করেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান অংশগ্রহণের প্রসঙ্গ টেনে মমতাজ বেগম বলেন, সেখানে আমার পাঙ্খা পাঙ্খা গানের সঙ্গে একটা মেয়ে খুব সুন্দর নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সাথে সেলফি তুলতে আসলে আমি জানতে চাইলাম, তুমি কি নাচ শিখেছো? মেয়েটি আমাকে বলে, আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ। আমি জানতে চাইলাম কে? মেয়েটি জানাল, তার বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)।’ এ সময় সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়।

বিএনপির হারুনুর রশীদ সংসেদে তার বক্তব্যে কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে মমতাজ বলেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি। ছয়টি হাদিস গ্রন্থ আমি পড়েছি। আমার মা-বাবা হজ করেছেন, আমিও করেছি। এগুলো ধারণ করার বিষয়, প্রকাশ করার নয়। আমার বাবা বাউল। আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই।’

বক্তব্যের শেষের দিকে বিরোধীদলের দিক থেকে মমতাজের প্রতি আরও একটি গান গাইবার অনুরোধ আসে। মমতাজ তখন বলেন, ‘আরে আপনি শুনতে চেয়েছেন, গাইব না?’ এরপর তিনি গেয়ে ওঠেন, ‘সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button