আঞ্চলিকসংগঠন সংবাদ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বোয়ালখালী গ্রামার স্কুল বিজিএস প্রাঙ্গনে বৃক্ষরোপণ ২০২২ অনুষ্ঠিত 

আজ শনিবার (৬ আগস্ট ২০২২) সকাল দশটায় বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে বোয়ালখালীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান (বোয়ালখালী গ্রামার স্কুল বিজিএস) প্রাঙ্গনে উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক একুশে পদক প্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) এবং দেশের অন্যতম সংগঠন “বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বৃক্ষরোপণ ২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, বোয়ালখালী গ্রামার স্কুল বিজিএস এর নির্বাহী পরিচালক মোঃ ইউছুফ, মোঃ এসকান্দর, বকুল বড়ুয়া, আশুতোষ দাস, মোঃ খোরশেদ আলম চৌধুরী, অর্পিতা ঘোষ, জয়শ্রী বসাক প্রমূখ।
‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ ও উৎকর্ষ সাধনে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু।
দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ অভিযানের সাথে সম্পৃক্ত করতে পারলেই প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে ।
দেশকে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বোয়ালখালী গ্রামার স্কুল বিজিএস প্রাঙ্গনে বৃক্ষরোপণ করছেন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button