বিশেষ খবরবিশ্ব

ব্রাজিলে দাঙ্গা, সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে উগ্র-ডানপন্থীদের তাণ্ডবের জেরে ব্রাজিলের সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলের উগ্র-ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা এই তাণ্ডব চালায়।

প্রেসিডেন্ট হিসেবে বলসোনারোর মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই দিন আগে ৩০ ডিসেম্বর জুলিও সেনাপ্রধানের পদ গ্রহণ করেছিলেন। জানুয়ারির শুরুতে নতুন প্রেসিডেন্ট লুলার প্রশাসন জুলিওর নিয়োগ নিশ্চিত করেছিল।

এখন জুলিওর স্থলাভিষিক্ত হবেন ব্রাজিলের দক্ষিণ-পূর্বের সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা। দেশটির গ্লোবোনিউজ এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত শুক্রবার লুলা দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন। এই বৈঠকে জুলিও অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে কোনও পক্ষ থেকেই বিবৃতি দেওয়া হয়নি।

বামপন্থী সাবেক ট্রেড ইউনিয়ন নেতা লুলা গত বছরের অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিত নির্বাচনে উগ্র-ডানপন্থী তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারোকে পরাজিত করেন। চলতি বছরের ১ জানুয়ারি লুলা প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

৮ জানুয়ারি বলসোনারোর হাজারো সমর্থক দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবন দখল করেন। তারা হামলা-ভাঙচুর চালান। এ দাঙ্গার ঘটনায় দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্র: ওয়াশিংটন পোস্টবিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button