অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

জয়পুরহাটে রাকাবের ১৮৯ কোটি ৯৭ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

 ১২ অক্টোবর, ২০২৩ (বাসস) : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) জয়পুরহাট জোনাল অফিস জেলায়  ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি ও অকৃষি খাতে ১৮৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার  টাকা  ঋণ বিতরণ করেছে। ঋণ গ্রহীতার সংখ্যা হচ্ছে ১০ হাজার ৩৪৬ জন।
রাকাব সূত্র বাসস’কে জানায়,  কৃষি খাত গুলোর মধ্যে রয়েছে শস্য বা ফসলী ঋণ, মৎস্য সম্পদ ঋণ, প্রাণি সম্পদ ঋণ, দারিদ্র বিমোচন ও চলমান (কৃষি), সিএমএসএমই ও অন্যান্য ঋণ। রাকাব জয়পুরহাট জোনাল অফিস জেলায় ১৫ টি শাখার মাধ্যমে ২০২২-২০২৩ অর্থ বছরে ১৮৬ কোটি ৫০ লাখ টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করলেও  বিতরণ করা হয়েছে ১৮৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকা বেশি। কৃষি খাতে ঋণ বিতরণের মধ্যে রয়েছে শস্য বা ফসলী ঋণ খাতে ৬ হাজার ২০৮ জনের মাঝে ৪৬ কোটি ৭১ লাখ ১০ হাজার।  মৎস্য সম্পদ খাতে ২৫৭ জনকে ১২ কোটি ৩১ লাখ ৪৫ হাজার , প্রাণি সম্পদ খাতে ৬৭২ জনের মাঝে ৩০ কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকা, দারিদ্র বিমোচন খাতে ৬০০ জনের মাঝে ৮ কোটি ২ লাখ ২৫ হাজার টাকা ,  চলমান কৃষি ঋণ খাতে এক হাজার ৫৩৩ জনের মাঝে ২৬ কোটি ৮৪ লাখ ১২ হাজার টাকা, সিএমএসএমই খাতে এক হাজার ১৩৭ জনের মাঝে ৫৩ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকা এবং অন্যান্য খাতে  ৭৩৯ জনের মাঝে ১১ কোটি ৪৮ লাখ ১৫ হাজার টাকা  বিতরণ করা হয়েছে। একই সময়ে ২০২২-২০২৩ অর্থবছরে ২০২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা ঋণ আদায় করেছে । এ ছাড়াও শ্রেণীকৃত ঋণ আদায়ের পরিমান হচ্ছে ১৩ কোটি ২৩ লাখ টাকা।
রাকাব, জয়পুরহাট অঞ্চলের জোনাল ব্যবস্থাপক শাকিল মাহমুদ বাসস’কে জানান, কৃষি উন্নয়নে সরকারের গৃহীত নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলায় শস্য, প্রাণি সম্পদ, দারিদ্র বিমোচন ও চলমান কৃষি  ঋণ বিতরণে ব্যাপক সফলতা অর্জন করেছে। ১৮৬ কোটি ৫০ লাখ টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করলেও  বিতরণ করা হয়েছে ১৮৯ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকা বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button