খেলাবিশেষ খবর

ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে : যুব ও ক্রীড়া মন্ত্রী

 

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৪ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোন বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সকল ক্ষেত্রেই সুশাসন নিশ্চিত করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নাজমুল। এ সময়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন  প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে  মন্ত্রী বলেন, ‘আমাদের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। পুরুষরাও ভালো করছে। ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ফুটবলে কিছু সমস্যা রয়েছে। ফুটবল ফেডারেশনের মাঠ সংকট আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ চলছে। ৩১ ডিসেম্বর এটি সমাপ্তির জন্য ডেডলাইন রয়েছে। এটি যেন বিলম্ব না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকবো। দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামে উন্নতি বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।’
ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত বাজেট নিয়ে মন্ত্রী বলেন, ‘ফুটবলের ব্যাপ্তি অনেক বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয়ের কারনে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে এটাই  স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহবান জানাই।’
হকিকে দেশের আরেক সম্ভাবনাময় খেলা উল্লেখ করে ক্রীড়া মন্ত্রী বলেন, ‘হকির সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে যা করতে হবে। হকি ফেডারেশন মওলানা ভাসানী স্টেডিয়ামে ইনডোর হকির ব্যবস্থা করতে চায়। আমি বলেছি এটি করা সম্ভব। সেজন্য আমি হকি স্টেডিয়াম পরির্দশনে যাবো। ইনডোর হকিতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার।’
আগামী সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগদান  শেষে আগামী ৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব ড.মহিউদ্দীন আহমেদ। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তারা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button