আঞ্চলিকশীর্ষ নিউজ

যমেক হোস্টেল বিনা বাঁধার টর্চার সেল


মালিক উজ জামান, যশোর : যশোর মেডিকেলকলেজ হোস্টেলে জাকির হোসেননামের এক ইন্টার্ন ডাক্তারের হাত পা ভেঙ্গে দিয়েছেসহপাঠীরা
যশোর মেডিকেলকলেজের হোস্টেলে করাহয়েছেটর্চার সেল। কিছুঅছাত্র এই সেলেমূল হোতা। তাদেরনির্যাতনেকয়েকশিক্ষার্থী পড়ালেখাবাদ দিয়েকলেজত্যাগকরেছেন। আবার কেউ কেউ মানসিকভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাদেরনির্যাতনে এ ধরনেরঘটনা ঘটেছে তারাএখনো সেইকাজঅব্যাহত রেখেছেন। অথচ কলেজকর্তৃপক্ষ কোনোব্যবস্থায়নিচ্ছে না।ইন্টার্ন চিকিৎসকজাকির হোসেনকেমারপিটকরে গুরুতরজখমের পর তিনদিন পার হলেওএখনোপর্যন্ততদন্তশুরুহয়নি। যানিয়ে ক্ষোভপ্রকাশকরেছেনআহতসহঅন্যান্য শিক্ষার্থীরা।
জাকির হোসেনেরমারপিটের খবর জানাজানিহওয়ার পর বেরিয়েআসছেনানাচাঞ্চল্যকর তথ্য। অভিযোগকরাহচ্ছে, কলেজ হোস্টেলে কেবলমাদক সেবনকরা হয় না; সেখানে তৈরিকরাহয়েছেটর্চার সেল। বিভিন্নসময়শিক্ষার্থীদেরধরেনিয়ে হোস্টেলের ১০৪ নম্বররুমেমারপিটকরা হয় বলে গুরুতরঅভিযোগ উঠেছে। ওই রুমে এর আগেওঅনেকশিক্ষার্থীকেঅমানসিকনির্যাতনকরাহয়েছে। অনেকেনির্যাতনেরভয়েপড়ালেখা ছেড়েপালিয়ে গেছে। আবারকারওকারওমানসিক রোগীহয়েহাসপাতালেদিনের পর দিন থাকতেহয়েছে। মেডিকেলকলেজেপুলিশপাহারা থাকারপরওএসবকর্মকান্ডঅব্যাহতরযেছে। শক্তিশালী একটিসিন্ডিকেটএসবকর্মকান্ডের সাথে জড়িতবলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সিন্ডিকেটসদস্যদেরবিরুদ্ধে কথাবললেইটর্চার সেলেনিয়েচলেরাতভরনির্যাতন। অথচ যারাটর্চারের সাথে জড়িতরয়েছেতারাইনীতিমালাঅনুযায়ী, হোস্টেলে থাকতেপারেননা। তারা কোনোধরনেরনির্দেশনাকে তোয়াক্কানাকরেইচালাচ্ছে এ ধরনেরকর্মকান্ড। বর্তমানেপুরো হোস্টেলে টর্চার আতঙ্ক বিরাজকরছে। এসবকারণেযশোর মেডিকেলকলেজবিমুখ হচ্ছেনশিক্ষার্থীরা। এ বিষয়েএখনই পদক্ষেপ নানিলেঅবস্থাআরওভয়াবহরূপধারণকরতেপারেবলেমনেকরছেনসংশ্লিষ্টরা।
যশোর জেনারেলহাসপাতালেভর্তি ইন্টার্ন চিকিৎসকজাকির হোসেনজানান, তদন্তকমিটির কেউ এখনোপর্যন্ততারকাছেআসেননি। বিষয়টিনিয়েতিনি চরম আতঙ্কে রয়েছেন। ইন্টার্ন চিকিৎসক মেহেদীহাসানলিওন, সাকিবআহমেদ তানিমসহআরওকয়েকজনতাকে দফায় দফায়মারপিটকরেছেন। এমনকিতারাতাকেপানিপানপর্যন্তকরতে দেয়নি। এসববিষয়েআরওঅন্তত ১০জন শিক্ষার্থীর সাথে কথাবললেতারাবলেন, দেড় বছরআগেসাব্বির হোসেননামের এক শিক্ষার্থীকে ১০৪ নম্বররুমেআটকে রেখেতিনদিনধরেনির্যাতনকরে একই সিন্ডিকেট। নির্যাতনেসাব্বিরমানসিকভারসাম্য হারিয়ে ফেলেন। এরপরতারপরিবারের লোকজনএসেতাকেযশোর থেকে নিয়েমানসিকহাসপাতালেভর্তি করে। পরেতাকেআরযশোরেপাঠায়নিতারপরিবার।
একই সিন্ডিকেটফয়সালনামেরআরেকশিক্ষার্থীকেমারপিটকরে গুরুতরআহতকরে। এ ঘটনায়কলেজ কর্তৃপক্ষসহবিভিন্নমহলেঅভিযোগ দিয়েও কোনোলাভহয়নি। কেবলসাব্বিরকিংবাফয়সালনা, এমনঅনেকশিক্ষার্থীকেকারণেঅকারণে ১০৪ নম্বর কক্ষে নিয়েনির্যাতনচালানোহয়েছে।
সূত্রজানিয়েছেশামীম হোসেনেরইন্টার্ন শেষ হয়েছে ২০১৯ সালে। তিনিবর্তমানেএকটি বেসরকারিহাসপাতালেরঅ্যানাটমিবিভাগেকর্মরত। তারঘনিষ্টসহযোগী ১০৪ নম্বর কক্ষে থাকা মেহেদীহাসানলিয়ন। ওই কক্ষেই তাদেরমাদকের আড্ডাচলে। তাদের সাথে থাকেনইন্টার্ন চিকিৎসকআব্দুররহমানআকাশ, সাকিবআহমেদ তানিমসহবহিরাগতঅনেকেই।তারাসবাইশাহাদত হোসেনরাসেলেরঅনুসারী। রাসেলেরইন্টার্ন শেষ হয়েছে ২০১৯ সালে। অথচ তিনিও হোস্টেলের ২০৪ নম্বরকক্ষটি দখলকরে রেখেছেন।
এসববিষয় দেখার দায়িত্ব হলসুপারেরহলেওতিনিনিজে দায়িত্ব পালনকরতেপারেননা। কারণসহকারীহলসুপারফয়সালকাদিরশাওনপ্রতিটিবিষয়েতাকেবাধাগ্রস্তকরেন। শাওনমূলত ওই সিন্ডিকেটেরআশ্রয়প্রশ্রয়দাতা।
এ বিষয়েতদন্তকমিটিরপ্রধান ডাক্তার এন.কে আলমজানান, তাকে যে প্রধানকরাহয়েছেতাতিনি লোকমারফত জেনেছেন। লিখিতভাবেতাকেকিছুজানানোহয়নি। এ কারণেতদন্তশুরুহয়নিবলেতিনিনিশ্চিতকরেন। তদন্তকমিটির অন্য সদস্যরাহলেন, হোস্টেল সুপারআজমসাকলাইন, সহকারী হোস্টেল সুপারফয়সালকাদিরশাওন, শান্তনুবিশ্বাস ও প্রভাষকআলাউদ্দিনআলমামুন।
হোস্টেল সুপারআজমসাকলাইনজানান, ইন্টার্ন শেষ হওয়াওইসবশিক্ষার্থীকেবারবার হোস্টেল ত্যাগকরতেবললেওতারা শোনেননা। তারকাজেসহকারী হোস্টেল সুপারশাওনবাধাগ্রস্তকরেনকিনাজানতেচাইলেবলেন,‘যাহয়েছেআগেহয়েছে। এখন দেখাযাক কী হয়।’
সহকারী হোস্টেল সুপারফয়সালকাদিরশাওনঅভিযোগ অস্বীকারকরেন। কথার এক পর্যায়তিনিনিজেকে হোস্টেল সুপার দাবিকরেন। পরেবলেন, ‘মুখফসকেবলে ফেলেছি।’
এ বিষয়েশাহাদত হোসেনরাসেলকোনমন্তব্যকরেননি।
মেডিকেলকলেজছাত্রলীগেরসভাপতিশাহাজাদ জাহানদিহানজানান, এর আগেওএকাধিকবার এ ধরনেরঘটনা ঘটেছে। এ বিষয়েপুলিশ ও কলেজকর্তৃপক্ষেরকাছেঅভিযোগ দিয়েও কোনোলাভহয়নি।
অধ্যক্ষ মহিদুররহমানজানান, এর আগেএকজনশিক্ষার্থীর ওপরনির্যাতনেরঘটনা ঘটে। তখনতাকে হোস্টেলে না থাকার জন্য পরামর্শ দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button