বিশ্বশীর্ষ নিউজ

সৌদিআরবের জেদ্দায় পৌছেন প্রথম হজ ফ্লাইট 

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি : হজের উদ্দেশ্যে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমান বন্দরে হজ টার্মিনালে পৌঁছেছে।
রবিবার (২১শে মে) স্থানীয় সময় সকাল ০৭টা ৫৫ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করেন।
কিং আব্দুল আজিজ বিমান বন্দরে হাজীদের উষ্ণ অভ্যর্থনা জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম সহ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
হজযাত্রীদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানানোর পর চকলেট, জুস ও পানি পরিবেশন করা হয়। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের শুভকামনা জানান। যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সব সময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন তিনি।
এই সময় হাজী গণ হজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোড টু মক্কা পরিচালনা করার জন্য সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে রোববার ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসেন ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত তিন বছর বাংলাদেশ থেকে অধিক সংখ্যক হজে অংশ নিতে পারেননি।
এবার সৌদিআরব সহ সারা বিশ্বে থেকে ৩০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সুযোগ পাচ্ছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button